সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে হুইপের পিএস পরিচয়ে ইয়াবা ব্যবসা অতঃপর গ্রেফতার

| প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০১৯ | ২:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম : সংসদ সদস্য ও হুইপ শামসুল হক চৌধুরীর পিএস পরিচয়দানকারী এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সে ইয়াবা ব্যবসার পাশাপাশি নানা রকম প্রতারণামূলক কাজ করত বলে দাবি পুলিশের।

গতকাল (রোববার) রাতে কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম, এহসানুল হক হাসান (২৬)। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আশাতা গ্রামের জাফর আহমেদের ছেলে এহসানুল।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৯ আগস্ট) নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে এমপির পিএস পরিচয়ে নগরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি ও প্রতারণার সঙ্গে জড়িত এহসানুল হক হাসান নামের এক যুবককে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে টাকা দাবি-বিকাশে টাকা আনার অভিযোগ রয়েছে। সম্প্রতি পাবনার একজন জনপ্রতিনিধির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় সে।

একুশে/এসসি