বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩৫

| প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০১৯ | ৪:২৫ অপরাহ্ন

ভারত : ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

গতকাল (রবিবার) রাত সাড়ের ১০টার দিকে মহারাষ্ট্রের ঢুল জেলার নিমগুল গ্রামে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির পুলিশের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়। খবর এএনআই’র।

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর হেমন্ত পাতিল জানিয়েছেন, ‘প্রবল গতিতে থাকা ট্রাকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

ঢুলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু ভুজবল জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ১ হাজার টাকা করে দেওয়া হবে।

একুশে/ডেস্ক/এসসি