বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সোনা চোরাচালান মামলায় সাত বছরের কারাদণ্ড

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৬ | ৭:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: সোনা চোরাচালানের দায়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পলাতক আছেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৫ সালের ২৩ মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী জাহাঙ্গীর আলমের শরীর তল্লাশি করা হয়। এ সময় বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাঁর দুই পায়ের মোজা ও জুতার ভেতর থেকে আটটি করে ১৬টি সোনার বার উদ্ধার করেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নগরের পতেঙ্গা থানায় মামলা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

তদন্ত শেষে পতেঙ্গা থানা-পুলিশ আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে একই বছরের ৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৪ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।

জাহাঙ্গীর আলম গত বছরের জুন মাস থেকে ওই মামলায় জামিনে ছিলেন। এত দিন ধার্য করা দিনগুলোতে আদালতে হাজির থাকলেও রায় ঘোষণার দিন আজ হাজির ছিলেন না জাহাঙ্গীর।