বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

দুই লাশের পরিচয় চায় পিবিআই

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৬ | ৭:৫২ অপরাহ্ন

screenshot_1চট্টগ্রাম: অজ্ঞাত দুই নারী-পুরুষের লাশের পরিচয় চেয়ে গণমাধ্যমের দ্বারস্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে অজ্ঞাত দুই লাশের পরিচয় জানতে সহযোগিতা চায় তদন্তের জন্য বিশেষায়িত এই সংস্থা।

এতে বলা হয়, গত বছরের ১৬ মে চান্দগাঁও থানার বাহির সিগনাল বেপারী পাড়াস্থ বশির সওদাগরের বাদীর সামনে রাস্তার পশ্চিম পাশের্^ পুকুর পাড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। চান্দগাঁও থানার পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মৃতদেহের বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে ময়না তদন্ত রিপোর্টে, মৃত্যুর কারণ হত্যা জনিত হওয়ায় চান্দগাঁও থানায় মামলা রুজু হয়।

বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) চট্টগ্রাম জেলার উপর তদন্তাধীন। অজ্ঞাতনামা লোকের বয়স অনুমান ৩৫ বছর। ধর্ম ইসলাম। লম্বা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি। চুল লম্বা অনুমান ২ ইঞ্চি। দাঁড়ি ও গোফঁ অনুমান দেড় ইঞ্চি। মাথায় একটা হালকা গভীর কাটা চিহ্ন আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- ২০১২ সালের ১২ অক্টোবর পতেঙ্গা থানার দক্ষিণ মুসলিমাবাদ চরপাড়াস্থ’ জনৈক শফির ধান ক্ষেতের জমির মধ্যখানে হাটু সমান পানিতে একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া যায়। পতেঙ্গা থানার পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মৃতদেহের বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর হত্যা জনিত মৃত্যুর কারণ হওয়ায় পতেঙ্গা থানায় মামলা রুজু হয়।

screenshot_2বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) চট্টগ্রাম জেলার উপর তদন্তাধীন। অজ্ঞাতনামা মহিলার বয়স অনুমান ২৫ বছর। লম্বা অনুমান ৫ ফুট। চুলের রং কালো এবং চুল প্রায় উঠে গেছে। গায়ের রং ফর্সা। মৃতের পরনে লাল রং এর প্রিন্টেড সেলোয়ার ও কামিজ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষকে সনাক্ত করা গেলে ফোনে তদন্তকারী অফিসার বা পিবিআই অফিসে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পিবিআই অফিসের ফোন নম্বর (০১৭৬৯-৬৯০৩৩৪) এবং (০৩১-৬২১৫৭০)