বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাত হাজার পিস ইয়াবা জব্দ

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৬ | ৬:১২ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: আনোয়ারার গোদারঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোদারঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পূর্ব জোন। এসময় কোস্ট গার্ডের সদস্যদের ধাওয়ায় ইয়াবা ব্যবসায়ীরা একটি ব্যাগ ফেলে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।