বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইয়াবা ও কারসহ গ্রেফতার দুই

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৬ | ৫:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার ও ১৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে বাহির সিগন্যাল এলাকাস্থ সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিঃ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদরের লাইট হাউজ, পাথের ঘোনা এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৬) ও বাঁশখালী উপজেলার পূর্ব কুকদন্ডি এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ লিয়াকত আলী রাজু (২১)।

চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা টেকনাফ হতে ইয়াবা পাইকারী মূল্যে কিনে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।