বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে তিন ভুয়া সাংবাদিক গ্রেফতার

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৬ | ২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তিন ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার রাত আটটার দিকে সরাইপাড়া লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

তিনজন হলেন- রবিউল ইসলাম (২৩), আবু হাসান ওরফে মামুন (২১) ও মাহফুজুর রহমান (১৯)। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকার শাহাদত হোসেনের ছেলে। সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার বাবুল খানের ভাড়া বাসায় বসবাস করেন তিন ভাই।

পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়–য়া বলেন, সোমবার রাতে সরাইপাড়া লোহারপুল সংলগ্ন ঢাকা বেকারিতে গিয়ে তিনজনই অনলাইন পত্রিকা ‘নিউজ একাত্তর ডটকম’ এর সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে ঢাকা বেকারিতে প্রবেশ করে ছবি তুলতে থাকে। এরপর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বেকারিতে অবৈধ জিনিস আছে উল্লেখ করে টাকা দাবি করে। টাকা না দিলে সংবাদ প্রকাশের হুমকি দেয়।

তিনি বলেন, এভাবে চাঁদা দাবি করার সময় তাদেরকে স্থানীয়রা ধরে মারধর করে পুলিশে দেয়। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।