বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৬ | ৫:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে স্বামীর সাথে কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার (২৩) ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের মাদ্রাসা রোডের সাজ্জাদ হোসেনের স্ত্রী। সুমি কুমিল্লার লাকসাম উপজেলার সালাউদ্দিনের মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ বলেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে বিষপান করেন সুমি আক্তার। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।