বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নিজের গুলিতে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবলের

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৬ | ৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের তিন নম্বর গেইট এলাকায় নিজের গুলিতে আনন্দ বড়–য়া (২২) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ আনন্দ বড়–য়া বন্দর থানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

বন্দর থানার এসআই দুলাল মিয়া বলেন, কনস্টেবল আনন্দ বড়–য়া নিজেই তার রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে ডুকানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

কেন, কি কারণে আনন্দ বড়–য়া আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা জানা যায়নি বলেও জানান এসআই দুলাল মিয়া।