
টেকনাফ প্রতিনিধি : কক্সবাজরের টেকনায় পৌর এলাকার নাফ নদী লাগোয়া ওমর খালে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ইয়াবা বহনকারী নৌকাও জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।
মঙ্গলবার (২৭ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা বলেন, ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল নাফ নদীর ওমর খালের সংযোগ মোহনায় অবস্থান নেয়। এসময় প্যারাবনের ঝোপের ভিতর একটি নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে যায়। পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ নৌকাটি জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে/এসসি