চট্টগ্রাম: স্ত্রীকে হত্যার পর স্বামী আলেক শাহ (৩৫) অভিযোগ করতে গিয়েছিলেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গাস্থ র্যাব-৭ কার্যালয়ে। র্যাব কর্মকর্তাদের কাছে গিয়ে আলেক জানান, তার স্ত্রীকে কে বা কারা মেরে ফেলেছে। এরপর র্যাব কর্মকর্তারা আলেককে ইপিজেড থানায় যাওয়ার পরামর্শ দেন। পরে র্যাব সদস্যরা আলেককে ইপিজেড থানায় নিয়ে গেলে তার কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আলেক।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় যৌথ আবাসিক কলোনি রোডের একটি ভাড়া বাসায় স্ত্রী আশা মনিকে (২৩) গলায় গামছা পেঁছিয়ে খুন করে পাষন্ড স্বামী আলেক শাহ। নিহত আশা মনি ইপিজেডের রিজেন্সি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
এসব বিষয় নিশ্চিত করে ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আলেকের স্বাকারোক্তি অনুযায়ী বাসা থেকে তার স্ত্রী আশা মনির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আলেককে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেয়ার কারণে আশা মনিকে খুন করা হয়েছে বলে দাবি তার মায়ের। অন্যদিকে আলেক জানিয়েছে, তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। তাই সে খুনের পথ বেঁচে নেই। গ্রেফতার আলেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।