চট্টগ্রাম: নগরীর বিভিন্ন থানার ওসি ও পরিদর্শক (তদন্ত) পদে রদবদল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ আদেশ জারি করেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়তলীর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটি এসবির পরিদর্শক আলমগীর হোসেন। কন্ট্রোল থেকে সরিয়ে আব্দুল্লাহ আল হারুনকে করা হয়েছে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত)।
পাহাড়তলী থানার ওসি রণজিত বড়ুয়াকে সিটি এসবির পরিদর্শক পদে ও একই থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামানকে বদলী করে কন্ট্রোলে দায়িত্ব দেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) থেকে সরিয়ে ওয়ালি উদ্দিন আকবরকে পাঁচলাইশের পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে। সিটি এসবির পরিদর্শক হাসান ইমামকে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য এসব বিষয় নিশ্চিত করেছেন।