চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও বিভিন্ন মামলার নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নেজাম উদ্দিন (২৯) নামের একজন দ্রুত বিচার আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ফয়েজ আহম্মদ (৬৫) নামে একজনের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আসামি গ্রেফতারে নগর পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’