সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৯ | ৬:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানাধীন বটতলী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইকবাল হোসেন (৩৮), মো. হারুন রশিদ (৩৯) ও মো. কায়ছার (৩০)।

নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

একুশে/এসসি