চট্টগ্রাম: জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামোর উপর মতামত গ্রহণের লক্ষে ‘ন্যাশনাল গর্ভন্যান্স অ্যাসেসম্যান্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মসূচীর অধীনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর উদ্যোগে এবং বিভাগীয় কমিশনার অফিস চট্টগ্রামের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কর্মশালাটি বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভাগীয়ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, শিক্ষাবিদ, এনজিও প্রতিনিধি,বেসরকারি খাতের প্রতিনিধি, নারী প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউএনডিপি বাংলাদেশের জাতীয় কনসালটেন্ট জনাব রেদোয়ান মুজিব সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান, পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান ফিরোজা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক দেবব্রত চক্রবর্তী প্রমুখ।