চট্টগ্রাম: নগরীতে একটি ফ্ল্যাট বাসায় মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতিশ চাকমা বলেন, আগুন লাগা ভবনটির সপ্তম তলায় এক চিকিৎসকের বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। বাসার লোকজন রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল। ওই কয়েল থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করছি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।