বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ইয়াবার বিনিময়ে গাঁজা আসছে!

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৬ | ৮:২০ অপরাহ্ন

14681840_1275518069145931_2080876225421949799_nচট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ইয়াবা পাঠিয়ে বিনিময়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসছে মাদক ব্যবসায়ীদের একটি চক্র। শুক্রবার বিকালে ওই চক্রের তিনজনকে গ্রেফতারের পর এ তথ্য পেয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী রিনা বেগম (৪০), তার ছেলে মো. সুমন মিয়া (২০) ও তাদের সহযোগী মো. সাজ্জাদ হোসেন (২০)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘শুক্রবার বিকালে অক্সিজেন মোড় থেকে চার হাজার ইয়াবাসহ রিনাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার তথ্য অনুযায়ী তামান্না আবাসিক এলাকায় তার ছেলে সুমনের বাসা থেকে আরও একহাজার ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় রিনা বেগমের ছেলে সুমন মিয়া ও সাজ্জাদ হোসনকে গ্রেফতার করা হয়।’

‘এরপর মা-ছেলেসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা জানায়, অনেকদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা পাঠিয়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা গাঁজা নিয়ে আসছে। আনার পর এসব গাঁজা চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে তারা।’ -বলেন ওসি মহসীন।

সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রটির আট সদস্যের নাম পাওয়া গেছে জানিয়ে ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চক্রটির সদস্যরা চট্টগ্রামের পটিয়া উপজেলা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাদের ধরতে অভিযান চলছে।’