চট্টগ্রাম: সেবার স্বার্থে নিয়মিত কর পরিশোধ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার দুপুরে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে দক্ষিণ হালিশহর, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গার আপত্তিকৃত হোল্ডিং সমূহের রিভিও শুনানীর লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর ৬০ লক্ষ জনগনের চাহিদা বাস্তবায়নের একমাত্র উৎস হোল্ডিং ট্যাক্স। সেবার স্বার্থে নিয়মিত পৌর কর পরিশোধ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগীতা করার জন্য সম্মানিত করদাতাগণের প্রতি আহবান জানাচ্ছি।
আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবার স্বার্থে চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন,আলোকিত ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার অংশ হিসেবে আইনের বাধ্যবাধকতার ভিত্তিতে নগরীর ৪১ টি ওয়ার্ডে পুনঃ এসেসমেন্টের কাজ হাতে নেয়া হয়েছে।
এসেসমেন্ট শেষ হওয়ার পর ট্যাক্স হোল্ডারদের কোন ধরনের আপত্তি থাকলে তাও নিষ্পত্তি করা হবে। এছাড়া বসবাসরত গরীব, দুঃস্থ ও অসহায় নাগরিকদের ট্যাক্স বিশেষ বিবেচনায় মওকুফ করা হবে।
মেয়র বলেন, আগামী ৩ বছরের মধ্যে মহানগরীর রাস্তাগুলোকে শতভাগ উন্নয়ন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক হাজার কোটি টাকার ডিপিপি প্রেরণ করা হয়েছে। অচিরেই এইসব অর্থ প্রাপ্তি সাপেক্ষে উন্নয়ন কার্যক্রম বেগবান করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও এডভোকেট চন্দন বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।