চট্টগ্রাম: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতার হওয়া আবু নছর গুন্নু (৪৫)। রোববার বিকেল ৫টায় তাকে মুক্তি দিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম বলেন, মিতু হত্যা মামলাসহ গুন্নুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। হাইকোর্ট থেকে তার জামিনের আদেশ এসেছে। তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
গত ৫ জুন সকালে নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৭ জুন হাটহাজারীর মূসাবিয়া দরবার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু নছর গুন্নুকে আটক করেছিল নগর গোয়েন্দা পুলিশ।