বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মাদক বিক্রেতার যাবজ্জীবন

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৬ | ৬:২০ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: ফেনসিডিল-মদসহ গ্রেফতার হওয়া মো.ইউসুফ নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউছ এ রায় ঘোষণা করেন।

দন্ডিত আসামি ইউসুফ বর্তমানে পলাতক আছেন।

আদালতের বেঞ্চ সহকারি মো. মহিউদ্দিন জানান, ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর নগরীর হালিশহরের ছোটপুল এলাকায় বাদশাহ হাজী ব্রিক ফিল্ডের পাশে হাজী নূরুল হকের ভবনে ইউসুফের ভাড়া বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ‍অধিদপ্তর। সেখান থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ২৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের হয়। মামলার অভিযোগপত্র দাখিলের পর ২০০৬ সালের ১ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।