বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

স্বাস্থ্য খাতে বছরে ১৩ কোটি টাকা ভর্তুকি চসিকের

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৬ | ৬:৫৩ অপরাহ্ন

cccচট্টগ্রাম: স্বাস্থ্য খাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বছরে ১৩ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন, সিটি মেয়র আ.জ.ম. নাসির উদ্দীন। সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে.বি.আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাক্তারদের সমন্বয় সভায় তিনি এ তথ্য দেন।

সভায় চসিক মেয়র বলেন, স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। এ সম্পদের হেফাজত করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্র সহ ৪টি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। যা কোন সিটি কর্পোরেশন করে না। এ খাতে সরকারের কোন মন্ত্রনালয় থেকে সহযোগিতা পাওয়া না গেলেও নাগরিক সেবার স্বার্থে সিটি কর্পোরেশন স্বাস্থ্য সেবাকে গতিশীল ও নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চসিকের স্বাস্থ্য খাতকে অরো উন্নত করতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মেয়র বলেন, প্রতিটি বিভাগ পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের প্রণিত খসড়া নীতিমালা চূড়ান্ত করার জন্য স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র সহযোগিতা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে বার্ণ ইউনিট চালু করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ স্বল্পতা পূরণের লক্ষ্যে ইতিপূর্বে ৭৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিঃস্ব ও গরীব জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র সমূহে ১০ টাকার বিনিময়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, মাতৃ সদন হাসপাতাল, নগর স্বাস্থ্য কেন্দ্র, দাতব্য চিকিৎসালয় সহ চসিকের সকল স্বাস্থ্য কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ডাক্তার।