চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় কাদায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে অক্সিজেন এলাকার একটি ছয়তলা ভবনের পেছনে কাদার মধ্যে থেকে রিপনের লাশ উদ্ধার করা হয়।
নিহত মোঃ রিপনের (১৯) গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায়। তিনি নগরীর অক্সিজেন এলাকার পূর্ব শহিদ নগরে থাকতেন।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ছয়তলা ভবনটি থেকে পা ফসকে পড়ে কাদায় ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।