চট্টগ্রাম: নগরীর খুলশী থানা এলাকার একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪টি কাঁচা ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত ৩টার দিকে টাইগারপাস এলাকার কুয়োরপাড় বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ বলেন, ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণও জানা যায়নি। আগুনে ঘরগুলোর আসবাবপত্র পুড়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।