বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে চার মাদক বিক্রেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ২ নভেম্বর ২০১৬ | ৪:৪৩ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবা ও ৪৯ গ্রাম হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় শহীদ লেইনের দুলালের চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জিয়াউর রহমান (৩৮), মোঃ শাহিদ (২৮), রিংকু আক্তার (২৪) ও মোবারক হোসেন (২৫)।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি শাহেদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ও ৪৯ গ্রাম হেরোইন পাওয়া গেছে। এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা হয়েছে।