সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

| প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০১৯ | ১১:৪৫ পূর্বাহ্ন


ঢাকা: মোহাম্মদপুর থানা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা।

এর আগে রোববার রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেন র‌্যাবের ডিএডি মিজানুর রহমান।

গতকাল রাত সোয়া ১১টায় রাজীবকে আদালতে নেওয়া হয়। এরপর দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চায় ভাটারা থানা পুলিশ। মামলার শুনানি শেষে দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে গত শনিবার রাতে সন্ত্রাসবাদ, দখলদারিত্ব এবং চাঁদাবাজির অভিযোগে রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৪০৪ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।