বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৩২

| প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০১৬ | ১২:০৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় আরো ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ৫টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বণিকপাড়া, দক্ষিণপাড়া, নমশুদ্রপাড়া, পশ্চিমপাড়া ও ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ দাবি করছে, আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো গবাদিপশু রাখার ও রান্নার কাজে ব্যবহার হতো। এর আগে গত রবিবার একই উপজেলায় ১২টি মন্দির এবং বেশকিছু হিন্দু বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ না কাটতেই নতুন করে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার জের ধরে গত রবিবার উপজেলা সদরে আহলে সুন্নত জামায়াত ও হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় একদল লোক হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে। হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েক জন আহত হন।