চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধভাবে কাতার হয়ে ইরাকে পাচারকালে পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব-৭। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিমানবন্দর এলাকায় এ অভিযান চালানো হয়।
পাচারকারীদের কবল থেকে উদ্ধারকৃত হলেন- মোঃ তুহিন ইসলাম (২৬), সজিব আহমেদ (৩০), মোঃ রাসেল ঢালী (২৭), মোহাম্মদ সোহাগ (৩২) ও মোঃ রিপন (২৩।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শাহ আমানত বিমানবন্দরে কাতারগামী এয়ার এরাবিয়ার ফ্লাইট কিছু লোক অবৈধভাবে কাতার হয়ে ইরাক যাচ্ছে। এ তথ্যের ভিক্তিতে র্যাবের একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে পাচারের চেষ্টাকালে ৫ জনকে উদ্ধার করে। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।
তিনি বলেন, এসময় ৫ জনের ব্যাগ তল্লাশী করে পাসপোর্টসহ কাতারের ভিসা এবং তাদের প্রত্যেকের কাছ থেকে ইরাকের ৫টি ভিসার কাগজ পাওয়া যায়। উদ্ধারকারীরা র্যাবকে জানায়, তাদেরকে ইরাক নেয়ার উদ্দেশ্যে ঢাকার ফকিরাপুলস্থ ছায়ানীড় হোটেলে উঠানো হয়। পরবর্তীতে দালাল রবিউল (৩২), ঢাকা এসে এদেরকে ভিসা এবং পাসপোর্ট দিয়ে যায়। বিমানের টিকিট পর্যালোচনা করে দেখা যায় যে, এদের যাতায়াতের রুট হল চট্টগ্রাম-শারজাহ-কাতার-ইরাক।
সোহেল মাহমুদ বলেন, উদ্ধারকৃতদের তথ্যের ভিক্তিতে র্যাব পাচারকারী চক্রের ৪ দালালকে চিহ্নিত করা গেছে। তারা হলেন- মুন্সিগঞ্জের মোঃ সবুজ (৪৫), মোঃ সজিব আহমেদ (২৫), মোঃ রবিউল (৩২), মোঃ জসিম (৩২)। উদ্ধারকৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর এবং দালাল চক্রকে গ্রেফতারের চেষ্টার চলছে।