চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় টেম্পোর দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার মূছাপাড়া গ্রামের চেয়ারম্যান বাড়ির নানু মিয়ার ছেলে মোশাররফ (২৫) ও চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ফিরিয়ার টেক এলাকার নজির আহমদের ছেলে সাইফুল (২৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রিয়া পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর জন্য অপেক্ষমান দুইটি টেম্পোকে চাপা দেয়। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ৫জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।