চট্টগ্রাম: নগরীতে একটি একনলা বন্দুকসহ এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে আকবরশাহ থানার শাপলা আবাসিকের শাপলা বাজারে নাসির জমিদারের দোকানে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার মোঃ নূর ইসলাম (২৫) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পশ্চিম পাড়ার আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর ইসলামকে একটি একনলা বন্দুকসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।