চট্টগ্রাম: নোংরা পরিবেশে খাবার তৈরি ও বেশি দাম রাখার দায়ে এক অভিজাত রেস্তোরাঁ ও মিষ্টি বিপনীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে পৃথক এই অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
দুই প্রতিষ্ঠান হলো- নগরীর দামপাড়ার রেস্তোরাঁ ‘হ্যান্ডি’ ও লালখান বাজার এলাকার মিষ্টি বিপনী ‘হাইওয়ে সুইটস’।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বলেন, রোববার রাতে ‘হ্যান্ডি’ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পুরাতন মসলা ও খাবার সংগ্রহ এবং পানির অতিরিক্ত দাম রাখার অপরাধে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর হাইওয়ে সুইটসে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।