বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা বই নিয়ে ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ নামের ডিজিটাল লাইব্রেরির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো ১৪ নভেম্বর। জাতীয় প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে শহীদ জায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী এই লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। https://goo.gl/FdEqxS লিংক থেকে মুক্তিযুদ্ধবিষয়ক চার হাজার বই অনলাইনে বিনা মূল্যে পড়া ও ডাউনলোড করা যাবে।
এসবের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের দুর্লভ অনেক দলিল, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের উল্লেখযোগ্য ঘটনার পত্রিকা (১৯৪৭ থেকে ২০০০ সাল), মুক্তিযোদ্ধাদের গেজেট এবং অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ। এসব ছাড়াও এই পাঠশালায় রয়েছে মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন সময়ের প্রামাণ্যচিত্র, ভিডিও ফুটেজ এবং প্রায় ছয় হাজার আলোকচিত্র।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক সাব্বির হোসাইন জানান, বাংলাদেশের প্রান্তিক এলাকাগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার উদ্দেশ্য থেকেই এই ডিজিটাল লাইব্রেরি। পাশাপাশি এটি ইতিহাস বিকৃতির হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করবে। এরই মধ্যে এতে প্রায় ১০ লাখ পাঠক ভিজিট করেছেন।
২০০৭ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণাকেন্দ্র নামে একটি আর্কাইভ তৈরির কাজ শুরু হয়। এরপর ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ নামে ২০১৪ সালে এই লাইব্রেরির পরীক্ষামূলক যাত্রা শুরু।