বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে চার ‘ফালতু’ আটক

| প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৬ | ৬:৪০ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে চারজন ‘ফালতু’কে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার দুপুরে শুল্কায়নের কাজ করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুল কাদের (৪০), মোঃ মিজান (২৯), মহিন উদ্দিন (৩৫) ও মোঃ হোসেন (৩৫)।

জনবল ঘাটতির অজুহাতে কাস্টম হাউজে বহিরাগত কিছু ব্যক্তি বিভিন্ন শুল্কায়ন কার্যক্রমে সম্পৃক্ত হয়। ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী এসব বহিরাগতরা ‘ফালতু’ নামে পরিচিত।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক শামীমুর রহমান বলেন, ‘অনুমোদনহীন এসব ব্যক্তি কাস্টম হাউজে অবস্থান নিয়ে নথি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল। তাদের বিরুদ্ধে নথি গায়েব ও অসাধু ব্যবসায়ীদের পক্ষে তথ্য পাচারের অভিযোগ আছে।

তিনি বলেন, এদের মধ্যে কাদেরকে কাস্টম হাউজের সেকশন ৫-এ, মিজানকে সেকশন-৪, মহিন উদ্দিনকে সেকশন-৫ এবং হোসেনকে সেকশন ৭-এ থেকে আটক করা হয়। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।