বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চবি ছাত্রলীগে বিচারহীনতার সংস্কৃতি ঢুকেছে: কর্মী সভায় রেজাউল হক রুবেল

| প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০১৬ | ১২:৪৩ পূর্বাহ্ন

15129778_911182215681852_97789808_nচবি: বাংলাদেশ ছাত্রলীগ নেতার আংগুল কেটে নেওয়া সমর্থন করেনা। নেতার উপর হামলা চালিয়ে পংগুত্বের দিকে ঠেলে দেওয়া সমর্থন করেনা। আবার নেতার বাড়িঘরে ভাংচুর করাও সমর্থন করেনা। আজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশকারীরা এসব কাজ করছে। তাদের সনাক্ত করে সংগঠনকে পরিচ্ছন্ন করা আজ সময়ের দাবি।

বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনুষদ ভবনের অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভায় এসব কথা বলেছেন সংগঠনের সহ সভাপতি রেজাউল হল রুবেল।

বিগত এক মাসে চবি ছাত্রলীগ নেতা তপু ও শাহিনের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে চবি ছাত্রলীগ নেতা রুবেল আরও বলেন, ‘নিজের ভাইয়ের রক্ত হাতে লাগিয়ে যারা ছাত্রলীগের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বেড়াতে চায় তারা আসলেই ছাত্রলীগের কেউ না। ছাত্রলীগের ভেতরে অন্য সংগঠনের কেউ অবস্থান তৈরী করে সংগঠনকে বিশ্বের বুকে একটি বিতর্কিত সংগঠন প্রমাণ করতে এসব কাজ করছে।’

তিনি বলেন, নেতার বাড়িতে হামলা চালিয়ে লুটপাটকারীরা ছাত্রলীগ হতে পারেনা। বিচারহীনতার কারণে ভবিষ্যতে যে কারও উপর এমন ঘটনা ঘটে যেতে পারে।

চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর সভাপতিত্ব কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য এ সময় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি, প্রগতি এই মূলমন্ত্রকে ধারণ করে সৎ, দক্ষ ও যোগ্য সুনাগরিক হয়ে গড়ে আলোকিত মানব সম্পদে রূপান্তর হয়েছে। ছাত্রলীগের নেতৃত্বের ছায়ায় বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। এই সংগঠনের মূলমন্ত্রকে ধারণ করে তাই পরিচ্ছন্ন ও সুষ্ঠ ধারা রাজনীতি করতে হবে।

তিনি বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ যাতে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত না হতে পারে সে বিষয়েও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য ড. শিরীণ আখতার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি ফজলে রাব্বি সুজন। এ সময় ফজলে রাব্বী সুজন বলেন, ‘ছাত্রলীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেনা। ত্যাগ ও বুদ্ধিমত্তা দিয়ে চবি থেকে আজ শিবিরকে বিতাড়িত করেছে ছাত্রলীগ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সামান্য কিছু হলেই হল থেকে লাঠিসোটা নিয়ে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। আমরা এসব আর বরদাশত করবো। আমরা কোন ছাত্রের হাতে লাঠিসোঁটা দেখতে চাইনা। যদি এমন আচরণ কেউ দেখায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি নিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ করবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী।