চট্টগ্রাম: ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যার অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে তার মা জাহেদা আমিন চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত মামলাটি গ্রহণ করে এ বিষয়ে অনুসন্ধান করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা জামশেদুল আলম চৌধুরী, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, কর্মী রাশেদুল আলম জিশান, আবু তোরোব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান।
দিয়াজের বোন ও বাদিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী বলেন, ফৌজদারী দন্ডবিধির ৩০২, ২০১ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগ অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফানের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি দিয়াজ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। এ ঘটনার পর তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করে, টেন্ডার নিয়ে জটিলতার জেরে দিয়াজকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন। তবে দিয়াজের পরিবার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।