
পটিয়া (চট্টগ্রাম) : কেউ চায় চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে। কেউ আবার প্রকৌশলী হয়ে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে। তবে আরিফা চায় একজন আলোকিত মানুষ হতে।
পুরো নাম আফনান হোসাইন আরিফা। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে।
আরিফা বলেন, একুশে পদকপ্রাপ্ত পলান সরকার স্যার বলেছিলেন, পড়িলে বই আলোকিত হই, আর না পড়িলে বই অন্ধকারেই রই। বই পড়া যত বেশি হবে, সবাই তত আলোকিত হবে, আনন্দিত হবে। আমি তাই পড়াটাকে বিনোদন হিসেবে নিয়েছি। ভবিষ্যতে যে পেশাই যাই না কেন, একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আরিফা। তার বাবা মোজাম্মেল হোসাইন প্রবাসে থাকেন এবং মা শারমিন আকতার গৃহীনি। সে বড়উঠান ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুল করিমের নাতনি।
আরিফা ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় দৌলতপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল।