
ঢাকা : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষ, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বরাবর আজ বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
এর আগে কায়সারের মামলায় আপিল বিভাগের রায়সহ আনুষঙ্গিক নথিপত্র গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
কায়সারের অন্যতম আইনজীবী তানভীর আহমেদ আল আমিন বলেন, আপিল বিভাগের দেওয়া ২৬২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল অ্যাডভোকেট অন রেকর্ড গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য কায়সারের পক্ষ থেকে আবেদন করা আছে। প্রত্যয়িত অনুলিপি পেলে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে। কাদের মোল্লার মামলার রায় অনুসারে, প্রত্যয়িত অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ আছে।
মুক্তিযুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে নির্বিচারে হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ চলতি বছরের ১৪ জানুয়ারি এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কায়সারের করা আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেওয়া হয়।