
ঢাকা : আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্টকে অবহিত করতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
রিট আবেদনকারী এডভোকেট মনজিল মোরশেদ জানান, দুইদিন শুনানির পর আদালত শেষবারের মতো বন্দর কর্তৃপক্ষকে আগামী দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন।
দুই মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে।
গত বুধবার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ মামলার নির্ধারিত তারিখ ধার্য ছিল। বন্দর কর্তৃপক্ষ সময়ের আবেদন করলে আদালত আজকে আদেশের দিন নির্ধারণ করেন।
প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে ২০১৯ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের অভিযানে কর্ণফুলী নদী তীরের ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় প্রায় ১০ একর ভূমি, আলোর মুখ দেখে পাঁচটি খালের মুখ। এরপর গত ২১ মাসেও আর কোনো অভিযান পরিচালিত হয়নি।