সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন নওশা পাড়া চ্যালেঞ্জার

| প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৩ | ১১:৩০ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে মহাকবি স্মৃতি সংসদ আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নওশা পাড়া চ্যালেঞ্জার।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে আলাউল পাড়া সেভেন স্টারকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়।

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন মো. ইমন।

ফাইনালে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের মোহাম্মদ নাসির হায়দার বাবুল, বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি ব্যুরো চিফ মুহাম্মদ সেলিম, ইউপি সদস্য আজমল হুদা, রাসেল মনির বাহাদুর, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মো. মুছা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাওসার সুমন, সমাজসেবক ইয়াকুব আলী, মো. হেলাল, লিয়াকত শিকদার ও মোহাম্মদ মোরশেদ প্রমুখ।