শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ২৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশিতঃ ৭ জুন ২০১৬ | ৭:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে নানা অনিয়মের দায়ে ২৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ হালিশহর নারিকেল তলা কাজির গলি এলাকায় ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহরাবের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

কেজিডিসিএল এর সহকারী কর্মকর্তা (জনসংযোগ ও সমন্বয়) মোঃ কুতুবুর রহমান জানান, অভিযানে আকতার কামাল নামের এক ব্যক্তির ৬তলা ভবনের ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে তারা গ্যাস ব্যবহার করে আসছিল। এছাড়া একই এলাকায় ইলিয়াছ নামের এক ব্যক্তি আবাসিক গ্যাস সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছিলেন। অভিযানে তার গ্যাস সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।