সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

| প্রকাশিতঃ ৮ মে ২০২৩ | ১০:৩৮ অপরাহ্ন


চট্টগ্রাম : ফটিকছড়িতে ২৩ বছর আগে স্ত্রী নুর নাহারকে হত্যার দায়ে স্বামী তোফায়েল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

সোমবার চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল জজ মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন বলে জানান ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ২০১৬ সালে জামিন নিয়ে পলাতক হয়ে যান আসামি তোফায়েল। আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

এর আগে ১৯৯৯ সালের ১৩ জুন ফটিকছড়ির দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে নুর নাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে স্বামী তোফায়েল আহমদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।মামলার ১২ জনের মধ্যে নয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ সোমবার এ রায় ঘোষণা করেন।