বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বিএনপির ৩ সংগঠনের ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি ঘোষণা

| প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৩:৪৪ অপরাহ্ন


ঢাকা : সরকার পতনের এক দফা দাবিতে দেশের দুই বিভাগে দুই দিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি জানান, সরকার পতনের এক দফা দাবিতে ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এই তিন সংগঠন। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরবর্তী ধাপের কর্মসূচি পরে ঘোষণা করা হবে জানিয়ে যুবদল সভাপতি বলেন, ‘ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন হবে।’

সালাহউদ্দিন টুকু বলেন, ‘রংপুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। মাঝপথে কয়েকটি পথসভা হবে এবং দিনাজপুরে সমাবেশের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে। একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন, ‘রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার।’

তিনি বলেন, ‘তারেক রহমানসহ ৫০ লাখ নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তিনি হাসপাতালে ভর্তি আছেন।’

‘রাত পর্যন্ত কোর্ট চলে’ অভিযোগ করে টুকু বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি।’

‘এভাবে গণতন্ত্র ও বিচারহীনতার মধ্যে দেশ চলতে পারে না। ‘৫২, ৭১ ও ‘৯০’তে যেভাবে তরুণরা একত্রিত হয়ে দাবি আদায় করেছিল, তেমনি আমরা তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঐক্যভাবে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই।’ বলেন টুকু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।