মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চকরিয়া-পেকুয়া আসনের নৌকার প্রার্থীকে বরণ করে নিল ছাত্রলীগ

| প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৩ | ৩:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন চট্টগ্রামে এলে কলেজ ছাত্রলীগের নেতারা তাঁকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহের।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দু রাজ্জাক ও উপ-সাহিত্য সম্পাদক রাফসেল উদ্দীনের নেতৃত্বে সালাহ উদ্দিন আহমেদকে বরণ করে নেওয়া হয়।

চট্টগ্রামে অবস্থানরত চকরিয়া-পেকুয়ার ভোটারদের নিয়ে নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকার কথা জানান ছাত্রলীগের নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন নাইম সিকদার, মারুফ, শহিদ, আহাদ, শিহাব, মিজান, জাহিদ, ফয়সাল, রাকিব বাবু প্রমুখ।