সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সাগরপথে ইন্দোনেশিয়া উপকূলে আরও ১৭০ রোহিঙ্গা

| প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৩ | ২:২১ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় পৌঁছেছে ১৭০ রোহিঙ্গার একটি দল। দেশটির পশ্চিমাঞ্চলে আচেহ প্রদেশের উপকূলে নোঙর করে তাদের নৌকা। স্থানীয় জেলে গ্রামের প্রধানের বরাত দিয়ে আজ শনিবার (২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

জেলেদের প্রধান মিফতাহ কাট আদে বলেছেন, শনিবার সকালে রোহিঙ্গাদের সর্বশেষ নৌকাটি সাবাং দ্বীপের লে মেউলি সৈকতে থামে।

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের শিকার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পেরিয়ে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি এক হাজারের বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়া উপকূলে নোঙর করেছেন।

নভেম্বর থেকে এপ্রিল মৌসুমে এ অঞ্চলের সমুদ্র অপেক্ষাকৃত শান্ত থাকে। এ সময়ে মিয়ানমার থেকে কাঠের নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দেয়ার ঘটনা বাড়ে। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার পাশাপাশি থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোও থাকে তাদের লক্ষ্য।

এর আগে ২২ নভেম্বর আচেহ প্রদেশে পৌঁছান দুই শতাধিক রোহিঙ্গা। গত সপ্তাহে উত্তর-পূর্ব সুমাত্রার বিরুয়েন এলাকায় কয়েকশ রোহিঙ্গা পৌঁছালে তাদের ঠেকানোর চেষ্টা করেন গ্রামবাসী।