
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ এমপির বিপরীতে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ ইসলামী দলের ব্যানারে আরও তিন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান ‘মোমবাতি’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে ইসলামী ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। শুরুতেই তিনি সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান জানান, এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটে বিশ্বাসী তিনি এবং তার দল। এক্ষেত্রে বাকি প্রার্থীদের সাথে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংঘাত নয়, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে থেকে আধুনিক রাঙ্গুনিয়া গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এবং এক্ষেত্রে এটাই যেন সবার অঙ্গীকার হয়, সেটাও আশা করেন।
ইকবাল হাসান জানান, রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সৈয়দবাড়ি গ্রামের সন্তান তিনি। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিযুক্ত রয়েছেন এবং এই পেশায় গত ১৪ বছর ধরে কাজ করছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়াকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার জন্যই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরাফ শাহ, নির্বাচন পরিচালনা কমি- টির সচিব মাহমুদুর রশিদ মাসুদ, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মহাম্মদ করিম উদ্দিন হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।