সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৫ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ

| প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০১৭ | ৭:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন জাম্বুরী মাঠ আগ্রাবাদ বানিজ্যিক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানে ৫ শতাধিক অবৈধ কাঁচা ও পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।

রোববার এই অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরশেনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম বলেন, উচ্ছেদ অভিযানে প্রায় ৪ একর জায়গা উম্মুক্ত করে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। অভিযানকালে র‌্যাব, পুলিশ, কর্ণফুলী গ্যাস, পিডিবি এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।