চট্টগ্রাম: চট্টগ্রাম-দোহাজারী রুটের ট্রেন থেকে ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ নাজিম (২৮) চট্টগ্রামের বোয়ালখালীর ধলঘাটের রমিজ আহমেদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর রেল স্টেশনে দোহাজারী থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনে তল্লাশি চালানো হয়। এসময় ওই যুবকের কাছ থেকে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।