সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চরতী পুলিশ ক্যাম্প পোড়ানোর মামলার আসামি গ্রেফতার

| প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৭ | ৭:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন চরতী পুলিশ ক্যাম্প আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে চরতী ইউনিয়নের দূরদুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. নোমান (৩৪) সাতকানিয়ার চরতী ইউনিয়নের মাইজপাড়ার মৃত ফারুকের ছেলে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম বলেন, কয়েক বছর আগে চরতী পুলিশ ক্যাম্প আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় নোমানকে আসামি করা হয়। তার বিরুদ্ধে নাশকতার আরও মামলা আছে।