সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পটিয়ায় চলন্ত বাসের চাকা খুলে দুর্ঘটনা, আহত ২০

| প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৭ | ৭:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় চলন্ত একটি বাসের চাকা খুলে উল্টে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিজান (২৫), অখিল মাহমুদ (৫), বিউটি (২৭), জিশান (৮), ইলিয়াছ (২৮), মোজাহের (৪৫), বিলকিছ (২৮), সাব্বির (১৫), কামরুন্নাহার (৩৫), সুমি বড়য়া (২৫), গিয়াস উদ্দিন (২০), সেলিনা (৪০), ভ্যান চালক নোয়া মিয়া (৫৫), মোঃ নাসির (৩০), আবদুল মালেক (২৪), জিন্নাত আকতারের (২৭) নাম পাওয়া গেছে। তাদেরকে পটিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, পটিয়া লড়িহরা স্কুলের সামনে পৌছলে ওই বাসটি চাকা খুলে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে হাইওয়ে পুলিশ গিয়ে যাত্রীবাহী বাসটি উদ্ধার করে। এ ঘটনায় নারী-পুরুষ ও বেশ কয়েকজন শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।