সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আটকের পর লেবার পার্টির চেয়ারম্যানসহ তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৭ | ৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দুটি অনুষ্ঠানস্থল থেকে আটক লেবার পার্টির চেয়ারম্যানসহ তিন জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে বিএনপির সাত কর্মীকে আটক রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব ও নাসিমন ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহমুদুর রহমান খালেককে আটকের অন্তত চার ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে। তবে চট্টগ্রাম বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত সাতজন কর্মী আটক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মঙ্গলবার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে আটক করে। ওই আলোচনা সভা শেষ করে রিজভীসহ চট্টগ্রাম নগর বিএনপির নেতারা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ আরও চারজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নগর যুবদল দুপুরে আগে নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। প্রেস ক্লাবের অনুষ্ঠান শেষ করে সেখানে রিজভী গেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং তিনজনকে আটক করে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আলোচনা সভার জন্য লেবার পার্টির অনুমতি নিলেও রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার বিষয়ে জানায়নি। নাসিমন ভবনে মিছিল সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের বাধা দেওয়া হয়েছে এবং ১০ জনকে আটক করা হয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, লেবার পার্টির চেয়ারম্যানসহ তিন নেতাকে বিকেল ৪টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। অনুমতি না নিয়ে অনুষ্ঠান করায় তারা পুলিশের কাছে দুঃখপ্রকাশ করেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, অন্যায়ভাবে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়েছে। পুলিশ মোট ২৫ জনকে আটক করেছে। এদের মধ্যে বিএনপি ও লেবার পার্টির নেতাকর্মীরা রয়েছেন। আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।