চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের পদুয়া হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উত্তর আমিরাবাদ চট্টলা পাড়া এলাকার আহমদুর রহমানের ছেলে ইলিয়াছ সানি (২৩), উত্তর পদুয়া বদলা পাড়ার আবু তাহেরের ছেলে আবদুল শুক্কুর (২১) ও একই এলাকার আবদুর রশিদের ছেলে আবদুল করিম (২৪)।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র, এক রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।